আমাদের ভারত, হাওড়া, ৬ জুলাই: সারা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড করছে। অবশ্য শুধু আক্রান্ত নয় মৃত্যুর নিরিখেও নতুন রেকর্ড সৃষ্টি হওয়ায় করোনা সংক্রমণ ক্রমশ দুশ্চিন্তা বাড়াচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া জেলাতেও সংক্রমণ মাথাচাড়া দেওয়ায় স্বাস্থ্য দফতরের কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।
এদিকে গত কয়েকদিন উলুবেড়িয়ার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নড়েচড়ে বসল প্রশাসন। আর করোনা মোকাবিলায় সোমবার উলুবেড়িয়া পৌরসভায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়ার মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশিষ মৌর্য ছাড়াও পুলিশের পদস্থ আধিকারিকরা।
পরে বিধায়ক ইদ্রিস আলি জানান, এটা সত্যি যেভাবে উলুবেড়িয়ার বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে সেটা আমাদের চিন্তা বাড়াচ্ছে। তিনি বলেন, করোনা মোকাবিলায় আমরা নিয়মিত এলাকা স্যানেটাইজ করার পাশাপাশি সকলে যাতে মাস্ক পরে সেই ব্যাপারে জোর দেওয়া হবে। ইদ্রিস আলি বলেন, সকলকে মাস্ক পরার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হবে।
এদিন তিনি বলেন, করোনা সংক্রমণ রাজ্যে বাড়লেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে সবদিক নজর রেখে ব্যবস্থা নিচ্ছেন তাতে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই তবে সকলকে সচেতন থাকতে হবে। আর সেই কারণেই আমরা এবার সকলের মাস্ক পরার উপর জোর দিচ্ছি।