বাড়ির কাছে প্রাক্তন সেনা কর্মীর ঝুলন্ত মৃতদেহ, পরিবারের দাবি খুন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ মার্চ: প্রাক্তন সেনা কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বাড়ির কাছে হরিমন্দিরের পাশ থেকে। খুন না আত্মহত্যা তদন্তে তমলুক থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার জানুবসান গ্রামে প্রাক্তন সেনাকর্মী নিত্যানন্দ সামন্ত কয়েক দিন আগে কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। আজ সকাল বেলা প্রতিবেশীরা দেখতে পান বাড়ির সামনে হরিমন্দিরের পাশে গাছে ঝুলছে দেহ, তবে হাঁটুর থেকে পা মাটিতে লেগে আছে। এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। ওই মৃত সেনা কর্মীর স্ত্রী ও দুই কন্যা বর্তমান। মৃত সেনা কর্মীর স্ত্রী জানিয়েছেন, তার স্বামীকে কে বা কারা খুন করবে বলে প্রায়ই হুমকি দিচ্ছিল। গতকাল রাতে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়লেও কখন এই ঘটনা ঘটেছে তারা জানতে পারেননি। ভোররাতে প্রতিবেশীদের থেকে জানতে পেরেছেন।

প্রতিবেশী গৌর সামন্ত জানিয়েছেন, পরিবারের মধ্যে কোনও অশান্তি ছিল না। কেন কি ভাবে এই ঘটনা ঘটল। আত্মহত্যা না খুন এই নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here