সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ জুলাই: ১৭ বছরের কিশোরীকে গণ ধর্ষণের অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে। ঘটনাটি উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার আকাইপুর এলাকার। কিশোরীর পরিবারে অভিযোগে বাগদা থানার পুলিশ নাজিমুল মোল্লা ও হাবিব তরফদার নামে দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ ও পরিবার সূত্রের খবর, বছর দুই আগে ওই কিশোরীর সঙ্গে প্রতিবেশী নাজিমুল মোল্লার সঙ্গে পরিচয় হয়। দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। মাস ছয় পর তাঁদের সম্পর্কের চির ধরে। ওই কিশোরী নাজিমুলের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। মাস দুই পর থেকে নাজিমুল ওই কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে কুটক্তি করত বলে অভিযোগ। এইনিয়ে সে বাড়িতেও জানায়। কিশোরীর পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় আকাইপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজিমুল মোল্লা ও তার বন্ধু হাবিব তরফদার কিশোরীর মুখে কাপড় বেঁধে রাস্তার পাশে একটি কলা বাগানের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে কিশোরী। কোনওক্রমে বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারের কাছে জানায়। ওই রাতেই পরিবারের পক্ষ থেকে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে শনিবার রাতে অভিযুক্ত নাজিমুল মোল্লা ও হাবিব তরফদারকে গ্রেফতার করে। ধৃতদের রবিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।