
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ মার্চ: করোনা ভাইরাস প্রতিরোধে বাংলা-বিহার-ওড়িশা সীমান্ত এলাকায় কিছুটা ঢিলেঢালাভাবে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলার অভিযোগ উঠেছে। অভিযোগ চিকিৎসকের পরিবর্তে পরীক্ষা নিরীক্ষার কাজ করছেন আশা এবং এএনএম কর্মীরা। বেশিরভাগ সময়ই শুধুমাত্র একটি সার্জিক্যাল ম্যাক্স পরে খালি হাতে তারা রাজ্যে প্রবেশকারীদের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের নিয়মে হাতে গ্লাভস পরে তিন ফুট দূরত্ব থেকে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ থাকলেও আশা এবং এএনএম কর্মীরা এবং পুলিশ তা করছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে।
শুধু বাংলা, বিহার, ওড়িশা সীমান্তের সড়ক পথেই নয়, করোনা প্রতিরোধে একই রকম ঢিলেঢালাভাবে কিছু আশা কর্মী এবং পুলিশকর্মী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে ঝাড়গ্রাম রেল স্টেশন দিয়ে যাতায়াতকারী বিভিন্ন ট্রেনের যাত্রীদেরও। তাদের জ্বর এবং কাশি হচ্ছে কি না পুলিশ ও আশা কর্মীরা রেলযাত্রীদের সে বিষয়ে জিজ্ঞেস করছেন। লরির চালক খালাসিদের করোনা ভাইরাস সম্পর্কে বোঝানোর চেষ্টা করছেন। ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনেই বাংলা- ঝাড়খন্ড- ওড়িশা সীমান্ত হয়ে যাতায়াতকারী যানবাহন গুলি থামিয়ে চালক খালাসী এবং যাত্রীদের করোনা বিষয়ে সর্তকতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে। শুক্রবার থেকে ট্রেন যাত্রীদেরও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু
হয়েছে। কারো সর্দি-কাশি এবং জ্বর হয়ে থাকলে তা চিহ্নিত করার কাজ চলছে। আশা এবং পুলিশ কর্মীদের সঙ্গে চিকিৎসক না থাকার অভিযোগ ঠিক নয় বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।