গোপীবল্লভপুর ও নয়াগ্রামে চোলাই মদ উদ্ধার আবগারি দফতরের

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ ডিসেম্বর:
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও নয়াগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫৪৪০ লিটার চোলাই মদ উদ্ধার করে নষ্ট করল আবগারি দপ্তর ও গোপীবল্লভপুর এবং নয়াগ্রাম থানার পুলিশ। এদিন গোপীবল্লভপুর ১ ব্লকের আশুই, পাঁচকাহানিয়া, ডেঙ্গাকইমা এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে। কোথাও চোলাই মদ ভর্তি জ্যারিকেন, কোথাও বা হাঁড়ি বোঝাই গুড় মেলে। সব কিছু ফেলে দিয়ে নষ্ট করে দেয় আবগারি দপ্তর ও গোপীবল্লভপুর থানার পুলিশ।

অন্যদিকে নয়াগ্রাম থানার বেশ কিছু গ্রামে অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর।এদিন নয়াগ্রাম থানার খুদমরাই, গ্যাংটামনি, আটমাঝিয়া, গোপীনাথপুর গ্রামগুলিতে চালানো হয় অভিযান। এই গ্রামগুলিতে অভিযান চালিয়ে মোট ১৫ হাজার লিটার চোলাই মদ, ৩৫০কেজি কাঁচামাল ও ৯০কেজি বাখর উদ্ধার করে নষ্ট করা হয় বলে জানা গিয়েছে আবগারি দপ্তর সূত্রে। আবগারি দপ্তরের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here