জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: এক যুবকের রহস্য জনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত চন্দন সরিষা এলাকায়। শ্মশানে কাঠ পৌঁছে মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পাড়া প্রতিবেশী ও আত্মীয়রা। কিন্তু শ্মশানের বদলে মৃতদেহ গেল হাসপাতালে। গ্রামবাসীদের বক্তব্য, স্থানীয় সিভিক ভলান্টিয়ারদের কথায় মৃতদেহ নিয়ে যাওয়া হয় বেলদা গ্রামীন হাসপাতালে। কারণ মৃতদেহের ময়নাতদন্ত হবে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে কৃষি কাজ করার সময় মাঠে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার হয় অজয় পাত্র নামে বছর ২৫ এর এক যুবকের। বাড়ি বেলদা থানার চন্দন সরিষাতে।পরিবারের লোকজন মাঠ থেকে তাকে বাড়ি আনলে জানতে পারেন তার মৃত্যু হয়েছে। তবে কি কারণে মৃত্যু তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ।