দুয়ারে সরকার প্রচারের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ায় চাঞ্চল্য হাবড়ায়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ ডিসেম্বর: বৃহস্পতিবার সকালে হাবড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আক্রমপুর রাজবাড়ী মনিমালা ক্লাব এলাকায় তৃণমূল কর্মীরা দেখতে পান তাদের লাগানো মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দুয়ারে দুয়ারে সরকার যে কর্মসূচি চলছে রাজ্যজুড়ে তার একটি ফ্লেক্স ব্লেড দিয়ে কেউ বা কারা রাতের অন্ধকারে ছিড়ে ফেলেছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই তৃণমূল কর্মীদের ভেতর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূলের দাবি, বিজেপির পক্ষ থেকে এই ধরনের কাজ করা হয়েছে। বিজেপির দাবি, বিজেপি এই ধরনের কাজ করে না নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই রকম কাজ তৃণমূলের। সমস্ত ঘটনার কথা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে, এখনো লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here