
আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ সেপ্টেম্বর: এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল উত্তর ২৪ পরগনার অশোক নগর থানা এলাকায়। মৃত যুবকের নাম বলাই হালদার (২৩)। আজ সকালে কাজে বেরিয়েছিলেন। কিন্তু বিকেলে অশোক নগর ও গুমা রেল স্টেশনের মাঝে ২৫ নম্বর রেলগেটের পাশে জলাশয় থেকে উদ্ধার করা হল ওই যুবকের মৃতদেহ। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অশোক নগর থানা এলাকায়।
মৃতের পরিবারে সদস্যরা বুঝে উঠতে পারছে না কি করে এই ঘটনা ঘটল? পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বলা যাবে না কিভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার তদন্ত করেছে অশোক নগর থানার পুলিশ। মৃতের পরিবারের সদস্যরা এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছে পুলিশের কাছে।