আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ জুলাই: এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরের আশ্রম পাড়ায়।
পুলিশ জানায়, মৃত মহিলার নাম রত্না ভৌমিক (৪৫)। আশ্রম পাড়ায় প্রায় তিন মাস আগে ভাড়া এসেছিলেন। মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনায় তদন্ত শুরু করেছে।
প্রায় তিন মাস আগে আশ্রম পাড়ায় এক বাড়িতে ভাড়া এসেছিলেন রত্না ভৌমিক (৪৫)। তিনি পোস্ট অফিসের পোস্ট মাস্টারের চাকরি করতেন। কয়েকবছর থেকে তিনি সাসপেন্ড ছিলেন৷ মহিলার যুবতী মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে তিনি থাকতেন, দাবি পড়শিদের। মহিলার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না বলে দাবি পরিবারের। দু’টি পাশাপাশি ঘরে থাকতেন মেয়ে ও মা।
এদিন মৃত মহিলার মেয়ে অনেষা ভৌমিক বলেন, “আমি মোবাইল দেখছিলাম। পাশের ঘরে মা ছিল। ভাত খাওয়ার জন্য মাকে ডাক দিতে গিয়ে দেখি এই ঘটনা। দরজা চাপানো ছিল, আমি কিছুই বুঝতে পারিনি।”
এদিকে ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। দরজা খোলা থাকলেও মায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা চোখে পড়েনি মেয়ের।
স্থানীয় কাউন্সিলর দীনেশ রাউত বলেন, “তিন মাস আগেই এখানে এসেছিলেন। আজ শুনলাম অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই মহিলার। পুলিশ এসেছে। শুনেছি পারিবারিক কোনো সমস্যা ছিল।”
পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ জানা যাবে।