লকডাউন মিটলেই কলকাতায় বসবে সর্বভারতীয় যুব মোর্চার কার্যকারিণী বৈঠক

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩ জুন : লকডাউন মিটলেই কলকাতায় বসছে সর্বভারতীয় যুবমোর্চার কার্যকারিণী বৈঠক। বুধবার সর্বভারতীয় বিজেপির নেতারা রাজ্য যুবমোর্চার নেতৃত্বর সঙ্গে বৈঠক করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য যুবমোর্চার নেতৃত্বের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, যুবমোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ।

কলকাতায় থেকে এই বৈঠকে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদার। কেন্দ্রীয় নেতৃত্ব ২০২১ এর কথা মাথায় রেখে যুবমোর্চাকে তৈরি হবার কথা বলেন। বাংলায় যুবমোর্চাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিজেপির কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ। যুবমোর্চার সদস্যদের ময়দানে নেমে লড়াই করার জন্য কেন্দ্রীয় নেতারাও রাজ্যে বেশি করে সময় দেবেন।

প্রসঙ্গত, সোমবার যুবমোর্চার সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন সৌমিত্র খাঁ। তার দুদিন পরে কেন্দ্রীয় নেতারা তাঁকে ২০২১ এর জন্য লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করতে জানিয়ে দিলেন। পাশাপাশি যুবমোর্চার সকল সদস্যকে উদ্ভুদ্ধ করতে এরাজ্যেই কার্যকারিণী বৈঠক হবে বলে জানালেন কেন্দ্রীয় নেতৃত্ব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here