
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ মার্চ: ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানীর নির্দেশে চোলাই মদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলাজুড়ে। জেলা আবগারি দপ্তরের সুপার অনির্বাণ সান্যালের নেতৃত্বে বৃহস্পতিবার বিনপুর থানার নামোশোল এবং ঝাড়গ্রাম থানার বাকড়া গ্রামে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
ওই দুটি গ্রামের কয়েকজন বাসিন্দা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরীর কাজে যুক্ত বলে প্রশাসনের কাছে অভিযোগ আসছিল। অভিযানে প্রচুর পরিমাণে চোলাই মদ উদ্ধার করা হয় এবং মদ তৈরীর উপকরণ নষ্ট করে দেওয়া হয়। সেই সঙ্গে এক মহিলা সহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জেলা আবগারি আধিকারিক অনির্বাণ সান্যাল জানিয়েছেন। তিনি বলেন, বেআইনি মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।