পুর নির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল বালুরঘাটের বিশ্বাসপাড়া, দরজা-জানালা ভেঙ্গে আগুনে ঝলসে গেলেন তৃণমূল কর্মীর স্ত্রী

আমাদের ভারত, বালুরঘাট, ৩১ জানুয়ারি: বালুরঘাটে পুর নির্বাচনের আগে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল তৃণমূল কর্মীর বাড়ি। জানালা দরজা ভেঙ্গে আগুনে ঝলসে গেলেন তৃণমূল কর্মীর স্ত্রী। তদন্তের দাবি বিরোধীদের। প্রাক্তন তৃণমূল কর্মীর বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনায় ঝলসে গিয়েছেন তাঁর স্ত্রী প্রতিমা সেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে বালুরঘাট জেলা হাসপাতাল নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তর করা হয়েছে কলকাতায়। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে পরিস্থিত খতিয়ে দেখেন বালুরঘাট থানার পুলিশ। গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার খবর পেয়ে এলাকায় পৌঁছালেও দমকল কর্মীরা তেমন কোন তথ্যই হাতে পায়নি। স্থানীয় বাসিন্দারা বোমা বিস্ফোরণের আশঙ্কা করলেও, ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধন্দে বালুরঘাট থানার পুলিশ।

ডিএসপি সদর ধীমান মিত্র জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকার বাসিন্দা টুম্পা পাল ও উত্তম পালরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার ফাটেনি। অন্য কোনও বিস্ফোরক ফাটার শব্দেই এমন ঘটনা বলে তাদের মনে হচ্ছে। বিকট শব্দে এলাকা কেঁপে উঠেছে। ঘটনাকে ঘিরে আতঙ্কিত তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বালুরঘাটের ১৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা তথা হার্ডওয়ার ব্যবসায়ী শিবু সেনের বাড়িতে এদিন সকালে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পূর্বে এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে কাজ করলেও বর্তমানে রাজনীতি থেকে তিনি খানিকটা দূরেই রয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বদের। তাঁর ছেলেও বেঁচে থাকা অবস্থায় ছাত্র ও যুব তৃণমূলের একাধিক পদ সামলেছেন। এদিন তাঁর বাড়িতে ভয়ানক এই বিস্ফোরণের শব্দে কিছুটা আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে তালাবন্দি হয়ে রয়েছে শিবু সেনের বাড়ি। এদিকে বিস্ফোরণের তীব্রতা দেখে কিছুটা আঁতকে উঠেছেন দমকল কর্মীরাও। তাদের কথায় বিস্ফোরণের ভয়াবহতায় বাড়ির দরজা, জানালা ভেঙ্গে তছনছ হয়েছে। যা ভেঙ্গে ঘরের বাইরে আগুনে ঝলসে গিয়েছে তাঁর স্ত্রী প্রতিমা সেনও। জানাগেছে চোখ মুখ বাদে শরীরের প্রায় আশি শতাংশই ঝলসে গিয়ে গুরুতর আহত ওই মহিলা। সাথে সাথে স্থানীয় বাসিন্দাররা ওই মহিলাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেন। যদিও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। যদিও পুরসভা নির্বাচনের আগে শহরে এমন বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বিরোধীরা। নির্বাচনে আগে বিস্ফোরক মজুত করাতেই এমন ঘটনা বলে মনে করছেন বিজেপির টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন। তিনি এই ঘটনায় পুলিশি তদন্তের দাবি করেছেন।

বিষয়টি নিয়ে আরএসপির ওয়ার্ড সেক্রেটারি তাপস সাহা জানিয়েছেন, তৃণমূলের সক্রিয় কর্মী শিবু সেন। তাঁর ছেলেও জীবিত অবস্থায় সক্রিয় ভাবে তৃণমূল করত। তাঁদের বাড়িতে এমন বিস্ফোরণের সঠিক তদন্ত হওয়া জরুরি।

তৃণমূলের জেলা নেতা বিপ্লব খাঁ জানিয়েছেন, কিভাবে এই ঘটনা ঘটেছে তা তাঁর জানা নেই। আহত ওই মহিলাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। শিবু তাঁদের পুরনো কর্মী। পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *