নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ জুন: বিন্দুতে বিন্দুতে বদলা নেবার কথা বলে বিস্ফোরক বিজেপি নেতা সায়ন্তন বসু। আজ রবিবার সল্টলেকে তাঁর নিজের বাড়িতে বলেন, তৃণমূল বলেছিল ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিতে হবে। আর আমরা বলছি বিন্দুতে বিন্দুতে বদলা নেবো।
সায়ন্তন বসু বলেন, আমাদের বহু দলীয় কর্মী ঘরছাড়া। প্রায় ১০২ জন কর্মী তৃণমূলের হাতে খুন হয়েছেন। এখনও তাদের পরিবার বিচার পায়নি। বহু কর্মীকে মিথ্যে মামলায় জেল খাটাচ্ছেন তৃৃণমূলের কর্মীরা। আর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলা প্রতিনিয়ত চলছে। এত হামলার পরেও বিজেপিকে রোখা সম্ভব হচ্ছে না। রাজ্যে প্রতিদিন সংগঠন বাড়ছে বিজেপির। তাই তৃণমূল হামলাও বাড়ছে। পুলিশ তৃণমূলকে আড়াল করছে। থানাগুলো তৃণমূলের আখড়ায় পরিণত হচ্ছে বলে জানান বিজেপি নেতা সায়ন্তন বসু। পাশাপাশি বিশ্ব যোগদিবসে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। রবিবার সকালে নিজের বাড়ির ছাদেই যোগব্যায়াম করেন তিনি।