ডেল্টা হানায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, অনুমোদনের অপেক্ষায় ৫-১১ শিশুদের জন্য ফাইজারের কোভিড টিকা

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: ৫-১১বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়ার জন্য প্রস্তুত আমেরিকার ওষুধ সংস্থা ফাইজার। প্রাপ্তবয়স্কদের টিকার মতো এই টিকা বানিয়েছে বায়ো এনটেকের সহযোগিতাতেই। ট্রায়াল শেষে এখন তারা অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

বায়ো এনটেকের তরফে জার্মানির সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ৫-১১ বছর বয়সী শিশুদের যাতে অবিলম্বে কোভিড টিকা দেওয়া সম্ভব হয় তার জন্য বিশ্বজুড়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছেন তারা। শিশুদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে তারা নিশ্চিত। ট্রায়ালের ফলাফল তারা এবার জমা দেবেন, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দ্রুত অনুমোদনের জন্য।

করোনার ডেল্টা ভেরিয়েন্টের কারণে আমেরিকায় শিশুদের মধ্যে সংক্রমনের ঘটনা রীতিমতো উদ্বেগজনক। ডেল্টায় সংক্রমিত হয় আমেরিকার বিভিন্ন প্রদেশের শিশু হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনা প্রতিদিন বাড়ছে। আমেরিকান অ্যাক্যাডেমি অফ পেডিয়াট্রিক জানিয়েছে অতিমারি শুরুর পর থেকে এখনো পর্যন্ত ৫০ লক্ষের বেশি শিশু আক্রান্ত হয়েছে। গত ২৬ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের সপ্তাহে আমেরিকায় নতুন করে আরও আড়াই লক্ষ আক্রান্ত হয়েছে। আমেরিকায় ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা ২৬.৮ শতাংশ। এই শিশুদের বয়স ৫-১১ বছর পর্যন্ত।‌ শুধু ৭ সেপ্টেম্বর ২৩৯৬টি শিশু করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আমেরিকার বিভিন্ন হাসপাতালে। ভারত সহ বিশ্বের নানা প্রান্ত থেকে খবর মিলছে ডেল্টার কারণে বেশি আক্রান্ত হতে শুরু হয়েছে শিশুরা। যা আগের প্রজাতির ক্ষেত্রে চোখে পড়েনি।

এই পরিস্থিতিতে বায়োএনটেক জানিয়েছে, শিশুদের জন্য টিকা প্রদান করতে তারা প্রস্তুত। তারা জানিয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য যে টিকা বানানো হয়েছিল শিশুদেরকেও সেটাই দেওয়া হবে তবে তার মাত্রা হবে অনেক কম।

এখন ফাইজারের টিকা দেওয়া হয় ১২ বছর বয়সী ও তার বেশি বয়সীদের জন্য। আমেরিকার অন্য দুটি ওষুধ সংস্থা মর্ডান এবং জনসন এন্ড জনসনের টিকা দেওয়া হয় শুধুই ১৮ বছর বয়সী ও তার বেশী বয়সীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *