
অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৯ মে: ভুয়া ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক তথা বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতীম সরকারের নামে।
মঙ্গলবার দুপুরে এ কথা জানিয়ে তিনি নিজেই ফেসবুকে সবাইকে সতর্ক করে দেন। তিনি লিখেছেন, “কেউ আমার নাম এবং প্রোফাইল ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করেছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুগ্রহ করে জাল প্রোফাইল থেকে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবেন না।”