নকল ঘি কারখানার হদিশ মিলল মছলন্দপুরে, গ্রেফতার ২

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১ ফেব্রুয়ারি: রাজ্য জুড়ে ভেজাল খাদ্য তৈরীর অভিযোগ আখছাড়ই শোনা যায়। এবার ভেজাল গাওয়া ঘিয়ের হদিশ মিলল খোদ উত্তর ২৪ পরগণার মছলন্দপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে, মছলন্দপুর ফাঁড়ির ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে ও জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক তপন বসাকের যৌথ উদ্যোগে হানা দিয়ে মছলন্দপুর এলাকার একটি নকল ঘি কারখানায় অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় ২ হাজার কেজি নকল ঘি এবং প্রচুর ভেজাল মালপত্র। সেই সঙ্গে, কারবারের সঙ্গে সরাসরি যুক্ত রাজু সর্দার ও বাপ্পা ঘোষ নামে হাবড়ার বাসিন্দা দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, পচা মিষ্টি এবং বিভিন্ন দোকান থেকে নষ্ট হয়ে যাওয়া মিষ্টির রসের সঙ্গে রাসায়নিক মিশিয়ে তৈরি করা হত এখানে গাওয়া ঘি। এছাড়াও ওই কেমিক্যালের সঙ্গে আর কি কি জিনিস মেশানো হত তা জানতে নমুনা সংগ্রহ করে সেগুলি পরীক্ষাগারে পাঠানো হবে। এছাড়াও কারখানায় হানা দিয়ে প্রায় এক হাজার লেবেল, বেশকিছু কৌটোবন্দি ও ব্যারেল বোঝাই ঘি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মছলন্দপুর রেলস্টেশন রেললাইন লাগোয়া একটি গোপন আস্তানায় তৈরি হচ্ছিল ভেজাল ঘি। দীর্ঘ তিন বছর ধরে নকল ঘিয়ের কারবার চালাছিল অভিযুক্তরা। এদিন জেলা পুলিশের কাছে খবর আসে সেখানে দিনের পর দিন ধরে নকল ঘিয়ের রমরমা কারবার চলছে। ফলে এদিন গোপন সূত্রে অভিযান চালাতেই নকল ঘিয়ের কারখানা চালানোর খবর সামনে আসে। ধৃতদের শনিবার বারাসাত আদালাতে তোলা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here