
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩ মার্চ:
প্রাক্তন ফুটবলার প্রদীপ ব্যানার্জির মৃত্যু নিয়ে গুজব সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় গুজর রটে প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি। তিনি বলেন, দয়া করে এমন কাজ কেউ করবেন না। পিকে ব্যানার্জিকে আপনারা বাঁচতে দিন। তিনি ভালোই আছেন।
অন্যদিকে দমকল মন্ত্রী জানান, আমি কিংবদন্তি প্রাক্তন ফুটবলারের দ্রুত আরোগ্য কামনা করি। তিনি সুস্থ হয়ে ফের মানুষের সামনে আসুক তাই কামনা করি। কিংবদন্তির মৃত্যুর ভুয়ো খবরে হাসাপাতাল কর্তৃপক্ষ বিকেলে মোডিক্যাল রিপোর্ট প্রকাশ করে। তাঁর চিকিৎসকেরা জানিয়েছেন পিকে ব্যানার্জিকে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তার সঙ্গে জীবনদায়ী সব ঔষধ চলছে। আগামীকাল সকালে ফের চিকিৎসকেরা তাঁকে দেখবেন।