
কুমারেশ রায়, আমাদের ভারত, খড়গপুর, ২৫ নভেম্বর: খড়গপুর ২০৯ এবং ২১০ নম্বর বুথে তৃণমূল ছাপ্পা ভোট করছে এই অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়। বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করে বাইরে থাকা পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি, তৃণমূল কর্মী সমর্থকরা ভিতরে ছাপ্পা ভোট করাছে। এরপরই বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের উপরে ক্ষোভ উগরে দেয়। চলে চরম উত্তেজনা। পরে বিশাল পুলিশবাহিনী এসে রীতিমতন বিজেপি কর্মী সমর্থকদের ও তৃণমূল কর্মীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় বুথ চত্বর থেকে। এলাকায় উত্তেজনা রয়েছে।