বহরমপুরে কোভিড হাসপাতালে চিকিৎসদের হেনস্থার অভিযোগ তৃণমূল নেতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১২ আগস্ট: বহরমপুরে কোভিড হাসপাতালে চিকিৎসকদের হেনস্থার অভিযোগ। এক তৃণমূল নেতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়েছেন জুনিয়র ডাক্তার ও নার্সরা।

জানাগেছে, আজ রাতে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের তৃণমূল সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের বনভূমি কমার্ধ্যক্ষ মফিজ উদ্দিন মন্ডল শারিরীক অসুস্থ হয়ে বহরমপুর কোভিড হাসপাতালে ভর্তি হন। তৃণমূল নেতার শ্বাসকষ্ট হচ্ছিল। তাঁকে অক্সিজেন দিতে দেরি হয় বলে অভিযোগ। এর পরেই জুনিয়র ডাক্তার এবং নার্সদের মারধর করা হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ পৌঁছায় এবং মফিজ উদ্দিন মন্ডলের ছেলে সহ মোট চারজনকে আটক করে পুলিশ। হাসপাতালের সুপার জানান, একটি বেসরকারি হাসপাতাল থেকে বহরমপুর কোভিড হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসা করতে দেরি হওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *