ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনার দাবিতে বিজেপির নেতৃত্বে ঘাটালে ধর্নায় পরিবারের লোকজন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ মে:
ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে হবে এই দাবিতে বিজেপির নেতৃত্বে আজ ঘাটাল মহকুমা শাসকের সামনে ধর্নায় বসলো ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের পরিবারের লোকজন। কারও স্বামী, কারও ভাই কারো ছেলে কর্মসূত্রে রাজ্যের বাইরে গিয়ে লকডাউন এর জেরে আটকে পড়েছেন। তাদের ফিরিয়ে আনার দাবিতে ধর্নায় বসেছে।

প্রায় দু মাস হতে যায় লকডাউন চলছে। সারা দেশের মানুষই খুব অসুবিধার মধ্যে জীবনযাপন করছেন। আর যেসব স্বর্ণ শিল্পীরা রাজ্যের বাইরে গেছেন তারা বারবার জানাচ্ছেন সমস্যার কথা, সুরাহা হচ্ছে না। তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে বারবার আবেদন জানাচ্ছেন সেই সব স্বর্ণ শিল্পীর পরিবারের সদস্যরা।

আজ ঘাটাল মহকুমাশাসকের সাথে দেখা করলে মহকুমাশাসক তাদের বলেন রাজ্য সরকারের পদ্ধতি অনুযায়ী এবং নিয়ম মেনে তাদের ফিরে আসতে হবে। রাজ্য সরকারের তৈরি ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে এবং পদ্ধতি অনুযায়ী তারা ফিরে আসতে পারবে। অন্যদিকে দাসপুর ১ ব্লকেও একই দাবিতে শ্রমিক পরিবারের সদস্যরা ধর্ণায় বসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *