মহারাষ্ট্র থেকে যুবকের মৃতদেহ এনে সৎকারে সমস্যায় পরিবার

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ মার্চ: মহারাষ্ট্র থেকে আনা যুবকের মৃতদেহ সৎকার করতে সমস্যায় পরিবারের লোকজন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এই সন্দেহে কোথাও মৃতদেহ সৎকার করতে দিচ্ছে না এলাকার লোকজন। সৎকারের জন্য যেখানেই যাচ্ছেন সেখানেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে মৃতের পরিবারের লোকজনদের।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত ঘাঁটুয়া গ্রামের বাসিন্দা অক্ষয় রাউল কর্মসূত্রে সস্ত্রীক মহারাষ্ট্রের পুনাতে থাকত। গত রবিবার বছর তেইশের এই যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের লোকজন একটি গাড়ি ভাড়া করে মৃতদেহ গ্রামে নিয়ে এলে গ্রামবাসীরা সৎকার করতে বাধা দেয়। নিরুপায় হয়ে মৃতের পরিবারের লোকজন মৃতদেহটি সৎকারের জন্যে কাঁথি শহরের একটি শ্মশানে নিয়ে এলে চরম বিক্ষোভের মুখে পড়ে।

মৃতের পরিবারের লোকজনের দাবি, পারিবারিক অশান্তির জেরে এই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। করোনায় সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি। কিন্তু কোনো কথা শুনতে নারাজ এলাকাবাসীরা। সকলের সন্দেহ এই যুবক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। বাধ্য হয়ে সৎকারের জন্যে মৃতদেহ নিয়ে হন্যে হয়ে ঘুরছে পরিবারের লোকজন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here