উলুবেড়িয়া কালীবাড়ির গর্ভগৃহে নিষিদ্ধ হল ভক্তদের প্রবেশ

আমাদের ভারত, হাওড়া, ২০ মার্চ: করোনা সংক্রমণ আটকাতে রাজ্যের একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ করার পাশাপাশি এবার উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করল মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, শুক্রবার থেকেই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে।

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়লেও এই রাজ্যে এখনও পর্যন্ত দুজনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। যদিও ইতিমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে মানুষকে সচেতন থাকার পাশাপাশি মানুষকে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে রাজ্যের একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। আর এবার উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হল। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, শুক্রবার থেকেই মন্দিরে আসা ভক্তরা গর্ভগৃহের বাইরে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পূজা দেবেন।

মন্দির কমিটির এই সিদ্ধান্ত প্রসঙ্গে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থার সহ সম্পাদক শ্রীমন্ত গরানী জানান ভক্তদের সুরক্ষার স্বাথে এই সিদ্ধান্ত। তিনি জানান, শুধু গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ নয় মন্দিরে আসা ভক্তদের জন্য মন্দির চত্বরে স্যানেটাইজেশনের ব্যাবস্থা থাকছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here