মারাদোনাকে শ্রদ্ধা জানালেন পুরুলিয়ার ভক্তরা

সাথী দাস, পুরুলিয়া, ২৬ নভেম্বর:
বিশ্বখ্যাত ফুটবলার দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল পুরুলিয়া। আজ দুপুরে পুরুলিয়া শহরের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল দিয়েগোর ভক্তরা। এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা। তাঁর ছবিতে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানান আয়োজকরা ছাড়াও পথ চলতি সাধারণ মানুষ। অনেকেই তাঁকে চাক্ষুষ করার এবং পায়ের যাদু প্রত্যক্ষ করার অভিজ্ঞতা স্মরণ করেন। 

মারাদোনা ভক্ত ঋতুরাজ দে, বিভাস রঞ্জন দাস বলেন, “থেকে গেল শতাব্দীর সেরা গোল, ‘হ্যান্ড অফ গড’, অসংখ্য মন মাতানো ড্রিবল, ছোটোখাটো চেহারায় ডিফেন্ডারদের মাত দিয়ে অসংখ্য গোলের স্মৃতি। কিন্তু থাকলেন না সেইসব ইতিহাসের স্রষ্টা দিয়েগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬০ বছরে বুধবার প্রয়াত হন বিশ্বের ফুটবল ইতিহাসের অন্যতম এই সেরা খেলোয়াড়।”

পুরুলিয়া জেলায় কোনও দিন পা রাখেননি শতাব্দীর অন্যতম সেরা এই ফুটবলার। নামও শোনেননি তিনি। কিন্তু তাঁর খেলা টিভির পর্দায় দেখে এই জেলার অনেকেই অনুপ্রাণিত হয়েছিলেন। তাঁর ভক্তও হয়ে পড়েন তাঁরা। ফুটবলের জগতে মূলত তাঁর খেলার জন্য আর্জেন্টিনার নাম ছড়িয়ে পড়ে এই প্রত্যন্ত জেলায়। সেই মানুষের অকাল মৃত্যুতে স্বভাবতঃই শোকের ছায়া নেমে এসেছে জেলার ক্রীড়া মহলে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here