ভুল নকশাতেই ফারাক্কা ব্রিজের একাংশ ভেঙ্গেছে, বললেন সায়ন্তন বসু

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: নকশার গাফিলতিতে ফারাক্কা ব্রিজের একাংশ ভেঙ্গে পড়েছে। সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে এমনটাই জানান বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, মাত্র একবছর হল ফারাক্কা ব্রিজ নির্মাণ হচ্ছিল। কোথাও কোন ভুল নক্সার জন্য ব্রিজের একটি অংশ ভেঙ্গে পড়েছে। যদিও তা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

তিনি আরও জানান, পোস্তা ব্রিজ ভাঙ্গার পিছনে কাটমানির প্রশ্ন ছিল। মাঝেরহাট সেতুর ভাঙ্গার পিছনে রাজ্য পূর্তদফতরের তদারকি দায়ী ছিল। কিন্তু ফারাক্কা ব্রিজ ভাঙ্গার পিছনে এমন কোনও তত্ত্ব উঠে আসেনি। হয়তো ব্রিজ তৈরির সময় নকশায় কোনও ভুল ছিল। তদন্তে সবটাই উঠে আসবে। দোষ প্রমাণিত হলে কাউকেই কেন্দ্রীয় সরকার রেয়াত করবে না বলে জানান বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি রাজ্য সরকারকে আরও কটাক্ষ করে বলেন, রাজ্যের ব্রিজ ভাঙ্গলে দোষিরা শাস্তি পায় না। পোস্তা থেকে মাঝেরহাট ব্রিজ ভাঙ্গা কান্ডে কেউ শাস্তি পায়নি। তাই রাজ্যের শাসক দলের ফারাক্কা ব্রিজ ভাঙ্গার প্রসঙ্গ নিয়ে কথা না বলাই ভালো বলে জানান সায়ন্তন বসু।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here