বেলদায় সরকারি ধান্য ক্রয় কেন্দ্রে চাষিদের বিক্ষোভ

আমাদের ভারত, মেদিনীপুর, ২ ডিসেম্বর: সরকারিভাবে ঘোষণা করার পরেও ধান না কেনায় পশ্চিম মেদিনীপুরের বেলদা ২ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার চাষি। কৃষকদের কাছ থেকে বুধবার ধান কেনা হবে বলে ঘোষণা করার পর খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষ থেকে চাষিদের মোবাইল ফোনে মেসেজও পাঠানো হয়। সেইমত এদিন সকাল থেকে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে লাইন দেয় কৃষকরা। কিন্তু কিছুক্ষণ পর খবর আসে আজ তাদের থেকে ধান নেওয়া হবে না। এই কথা শোনার পর লাইন দেওয়া প্রায় কয়েক হাজার কৃষক গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায়।

স্থানীয় খরিদা গ্রামের কৃষক নির্মল পাহাড়ি বলেন, দূর-দূরান্তের গ্রাম থেকে অনেকে  মঙ্গলবার রাত থেকে ধান নিয়ে হাজির হয়েছেন। আজ সকালে সব মিলিয়ে প্রায় চার হাজার কৃষক বিক্রি করার জন্য ধান নিয়ে 
আসে, কিন্তু হঠাৎ ধান কেনার দিন পরিবর্তন হওয়ায় তারা সকলেই ক্ষুব্দ। তিনি অভিযোগ করেন, নারায়ণগড় ব্লক এলাকায় একটি মাত্র ধান ক্রয় কেন্দ্র করা হয়েছে। এর ফলে এক জায়গায় হাজার হাজার কৃষক ধান নিয়ে এসে সমস্যায় পড়ছেন। এই ব্যবস্থা যদি প্রতিটি অঞ্চলে করা হয় তাহলে চাষিদের এইভাবে হয়রানি হতে হবে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here