নতুন কৃষি আইনের স্বপক্ষে ‘কৃষক সুরক্ষা পদযাত্রা’ অশোকনগরে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ অক্টোবর:
নতুন কৃষি আইনের স্বপক্ষে ‘কৃষক সুরক্ষা পদযাত্রা’ অশোকনগরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে অভিনন্দন জানানো হলো মিছিলের মাধ্যমে। আজ বিকেলে বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিল করেন।

কৃষি বিল সংসদে আনার পর বিরোধীদের হই হট্টগোলে উত্তেজনা ছড়িয়ে ছিল সংসদ চত্বরে। কিন্তু কেন্দ্রীয় সরকার কৃষি বিলকে সম্প্রতি আইনে পরিণত করেছে। কৃষি আইন নতুনভাবে তৈরি হওয়ার পর বিরোধী রাজনৈতিক দলগুলি পথে নেমে বিক্ষোভ, অবরোধ কর্মসূচি করছে। বলা যায় কৃষি আইনকে সামনে রেখে রাজনৈতিক মাটি আঁকড়ে ধরার অন্যতম ইস্যু হিসেবে ধরেছে বিরোধীরা। তবে এবার কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলি যাতে মাথাচাড়া না দিতে পারে, তাই কৃষি আইন কৃষকদের লাভজনক ও কৃষকদের সহায়ক হিসাবে প্রচারের কাজে নেমে পড়লো বিজেপি।

রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিজেপির তরফে ‘কৃষক সুরক্ষা পদযাত্রা’ বৃহস্পতিবার বিকেলে অশোকনগর শেরপুর মোড় থেকে হেঁটে প্রায় চার কিলোমিটার মিছিল করল বিজেপি। শেরপুর থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় নালন্দা মোড়ে। মিছিলে পা মেলান স্থানীয় ও জেলা স্তরের বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *