ভারত বাংলাদেশ সীমান্তে চাষিদের জমিতে কাজ করতে বাধা বিএসএফের! বাগদায় অবরোধ বিক্ষোভ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ১৪ এপ্রিল:
ভারত বাংলাদেশ সীমান্তে কৃষকদের চাষ করতে বাধা দিচ্ছে বিএসএফ বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদের প্রায় তিন ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা। সরকারি নির্দেশে সীমান্তের কাঁটা তারের ওপারে জমিতে যেতে পারছে না কৃষকরা। কাঁটা তারের গেট বন্ধ করে দেওয়ার ফলে বনগাঁ, বাগদা, গাইঘাটা এলাকার ধান, পাট, সবজি চাষ ক্ষতিগ্রস্ত। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। জল না পেয়ে মাঠেই নষ্ট হচ্ছে ধান, পাট।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা কুলনন্দপুর গ্রামের কৃষরা প্রথমে বাগদা থানার পুলিশের দ্বারস্থ হয়। সেখান থেকে ফিরে তারা বাগদা বনগাঁ সড়কের নোমচাপোতাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় বাগদার বিধায়ক দুলাল বর ও বাগদা থানার পুলিশ। তিন ঘন্টা অবরোধ চলার পর কৃষকদের গেট খুলে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।

বাগদার বিধায়ক দুলাল বর জানিয়েছেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল থেকে সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। তিনি বলেন, কাঁটা তারের গেট না খুললে বাগদা, বনগাঁ, গাইঘাটার কয়েক হাজার কৃষকের জমির ফসল নষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *