আমাদের ভারত, ৪ জানুয়ারি: আন্দোলনকারী কৃষক ও কেন্দ্রীয় সরকারের মধ্যে হওয়া সপ্তম বৈঠকেও সমাধানসূত্র অধরাই থেকে গেল। তবে সূত্রের খবর সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির আইনি গ্যারান্টি দেওয়ার বিষয়টি আলোচনা করা যেতে পারে। কিন্তু কৃষক ইউনিয়নে প্রতিনিধিরা নয়া কৃষি আইন বাতিলের নিয়ে আলোচনা করার দাবি জানান। জানা গেছে আগামী ৮ জানুয়ারি ফের বৈঠকে বসবে উভয়পক্ষ।
কৃষকদের তরফে আলোচনায় বসে ছিলেন কৃষক মজুর সংঘর্ষ কমিটির নেতা সারোয়ান সিং। বৈঠকের পরই তিনি বলেন, কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর স্পষ্ট জানিয়েছেন সরকার আইন বাতিল করবে না। তিনি কৃষক নেতাদের বলেছেন আইন বাতিলের জন্য তারা সুপ্রিম কোর্টে যেতে পারেন।
আজ ১ ঘন্টা আলোচনার পরই বিরতি হয়। দুঘন্টা পর আবার আলোচনা শুরু হয়। এই আন্দোলনে এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি কৃষক মারা গেছেন। তাদের উদ্দেশ্য নিরবতা পালন করা হয় বৈঠকে। কৃষক নেতা রাকেশ টিকায়েতের অভিযোগ প্রতি ১৬ ঘন্টায় একজন করে কৃষক মারা যাচ্ছেন। আর এই মৃত্যুর জন্য সরকার দায়ী। বৈঠকের পর কৃষক নেতারা জানান, কৃষিমন্ত্রী এদিনের বৈঠকে বলেছেন, নয়া কৃষি আইন বাতিল হবে না, প্রয়োজনে কৃষকরা সুপ্রিম কোর্টে যেতে পারে।
২৬শে নভেম্বর থেকে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। বৃষ্টি, করোনা, প্রবল ঠান্ডা, কোন কিছুতেই আন্দোলন থেকে সরে যাননি কৃষকরা। ৩০ ডিসেম্বর তারা ষষ্ঠদফার বা বৈঠকে কৃষকদের চারটির মধ্যে দুটি দাবিতে সমঝোতা হয় বলে জানা যায়। সেখানে বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার ও ক্ষেতে খড়কুটো পড়ানো নিয়ে এয়ার কোয়ালিটি কমিশনের অর্ডিন্যান্সের নানা ধারা প্রত্যাহারের বিষয়টি সমঝোতা হয়। এরপর সোমবারের বৈঠকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সরকার একটি কমিটি গড়তে রাজি হয়েছে কিন্তু কৃষি আইন বাতিল করতে প্রস্তুত নয় সরকার।