জমি বিক্রি করে ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন কৃষক, মেয়ে টিফিনের টাকা বাঁচিয়ে ৫ হাজার

সায়ন ঘোষ, আমাদের ভারত, বাগদা, ২৮ মার্চ:
জমি বিক্রি করার ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল বাবা। বাবার অনুপ্রেরণায় ১০ বছরে মেয়ে টিফিনের জমানো টাকা থেকে পাঁচ হাজার টাকা তুলে দিল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদার পূর্ব হুদা এলাকার।

হুদা এলাকার বাসিন্দা সুশীল বিশ্বাস। ওই গ্রামে কয়েক বিঘা জমির মালিক। সেখানে চাষবাস করেই দিন চালায়। প্রচুর দিনমজুর কাজ করে তার জমিতে। করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে এক লক্ষ টাকা দান করলেন তিনি। শনিবার কোনিয়ার ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের অফিসে এসে বনগাঁ এসডিও ও বাগদার বিডিও’র উপস্থিতিতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। বাবার কাজে দেখে অনুপ্রাণিত হয়ে মেয়ে বৈশাখী বিশ্বাস টিফিনের পয়সা বাঁচিয়ে জমানো ৫ হাজার টাকা করোনা মোকাবিলার জন্য দান করল।

১০ বছর বয়সী বৈশাখী বলে বেঁচে থাকলে আবার টাকা জমাতে পারব। ছোট্ট বৈশাখী এসডিও ও বিডিও অফিসে এসে সরকারি নির্দেশ মেনে চলার আবেদন জানায় সকল ভারতবাসীকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here