‘অশনি’ থেকে ফসল বাঁচাতে ঝালদায় কৃষকরা মরিয়া

সাথী দাস, পুরুলিয়া, ৯ মে: প্রাকৃতিক ঝঞ্ঝার থেকে মাঠের ফসল বাঁচাতে চাষিদের সচেতন করতে উদ্যোগী হল ঝালদা ১ ব্লক কৃষি দফতর। দফতরের পক্ষ থেকে মাঠ থেকে পাকা ফসল দ্রুত তুলে নেওয়ার পরামর্শ ও সচেতনতার প্রচার চালানো হচ্ছে।

আগামী ১০ থেকে ১৩ মে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম প্রান্তের এই জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই আগাম সতর্কতা নেওয়া হয়েছে এলাকায়। এলাকার কৃষকদের উদ্দেশ্যে আজ মাইকে করে প্রচার চালানো হয় ব্লকের বিভিন্ন এলাকায়। মাঠের পাকা ধান কেটে ও ঝেড়ে দ্রুত গুদামজাত করতে প্রয়োজনে যন্ত্রের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও পেঁপে কলা যেসব ফসল ঝড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি যাতে নষ্ট না হয় তার রক্ষার ব্যবস্থা করতে বলা হচ্ছে।

অন্যদিকে মাইকিং প্রচারের পর কৃষকরা নিজের নিজের ফসল বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। বিষয়টি নিয়ে পাটঝালদা গ্রামের কৃষক প্রবীর কুইরি জানান, ঝালদা কৃষি দফতর থেকে প্রচার করছে মঙ্গলবার থেকে ঝড় আসছে তাই আমাদের মাঠের ফসল রক্ষণাবেক্ষণ করছি যতটা বাঁচাতে পারছি। কারণ ঝড়ে ফসল নষ্ট হলেও আবেদন করলেও তো ক্ষতিপূরণ পাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *