কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক সংগঠন ও বামেদের মিছিল নদিয়ায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ জানুয়ারি: কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে নদিয়ার শান্তিপুরে ট্রাক্টর নিয়ে মিছিলে শামিল হল কৃষকরা। তাদের এই প্রতিবাদ মিছিলকে সমর্থন জানায় বাম সংগঠনগুলো।এদিন কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা দলে দলে মিছিলে যোগদান করেন। ট্রাক্টর এবং মোটরসাইকেল নিয়ে এক বিশাল মিছিল কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হয়।

শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো জানান, কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে দেশজুড়ে যে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে সেই কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে আজ রাজ্যের প্রতিটা জেলা সদরে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাতে আমরাও সামিল হয়েছি। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিবাদ জানাতে এবং ঐতিহাসিক কৃষক
আন্দোলনকে সংহতি জানাতে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হয়েছি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here