ঝড়ের ক্ষতিপূরণের দাবিতে এবং দলবাজি দুর্নীতির বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ তমলুক ব্লকে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ জুন: সারা ভারত কিষান ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে আজ তমলুকের বিডিও এর কাছে কৃষকদের পরিবারগুলি সমস্যা সমাধানে কয়েক দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়।
দাবি গুলি হল-
১) আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ও দুর্নীতি, দলবাজি বন্ধ করতে হবে।
২) সস্তাদরে সার-বীজ-কীটনাশক সহ কৃষি উপকরণ এবং কৃষি কাজে ৩ একর পর্যন্ত বিদ্যুৎ বিনা পয়সা দিতে হবে।
৩) চলতি মরসুমে ঋণ মুকুব এবং বিনা সুদে পুনরায় ঋণ দিতে হবে।
৪) সরকারি তত্ত্বাবধানে পান বাজারগুলিতে পান কেনা ও পাইকারি আড়তদারদের জুলুমবাজি বন্ধ করতে হবে।
৫) দুর্নীতি বন্ধ করে জব কার্ড হোল্ডাদের কাজ ও ৩০০ টাকা মজুরি দিতে হবে।
৬) পরিযায়ী শ্রমিকদের জব কার্ড ও ১০০ দিনের কাজ দিতে হবে। দুর্নীতিমুক্ত করে বিনামূল্যে সারাবছর রেশন দিতে হবে।
৭) তমলুক ব্লকের সমস্ত খাল অবিলম্বে পরিষ্কার করে চাষের উপযোগী জল যাতায়াতের ব্যবস্থা করতে হবে।

আজকে ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সদস্য সামসেদ খান, সঞ্জয় জানা, চন্দন সাউট্যা প্রমূখ।
শামসেদ খান জানান যে,আজ রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। সরকারিভাবে যতটুকু ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে তার সঠিক বন্টন করা উচিত। এক্ষেত্রে দলবাজি দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে। অবিলম্বে চাষিরা যাতে বেঁচে থাকতে পারে তার দাবি আমরা বিডিওর কাছে জানালাম। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *