কেন্দ্র সরকারের পাঠানো প্রস্তাব খারিজ করল কৃষকরা, দেশজুড়ে জারি থাকবে আন্দোলন

আমাদের ভারত, ৯ ডিসেম্বর:নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন থামার কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া গেল না। বরং আন্দোলন আরও বাড়বে বলেই জানালেন কৃষকরা। বুধবার কৃষকদের জন্য সরকার যে লিখিত প্রস্তাব পাঠিয়েছিল তা খারিজ করে দিয়েছে তারা। কৃষক নেতাদের স্পষ্ট বক্তব্য। আন্দোলন জারি থাকবে নয়া কৃষি আইন প্রত্যাহার না করা অবধি। একই সঙ্গে ১২ ও ১৪ ডিসেম্বর আন্দোলনে নয়া রূপরেখা ঘোষণাও করলেন তারা।

আন্দলনরত কৃষকরা জানিয়েছেন আগামী ১২ ডিসেম্বর গোটা দেশে টোল প্লাজা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও জানিয়েছেন তারা। ১৪ ডিসেম্বর সারাদেশ জুড়ে বিরাট আকারে ধর্না তথা অবস্থান বিক্ষোভ করবেন কৃষকরা।

আজকের এই ঘোষণা থেকে স্পষ্ট নিজেদের দাবিতে অনড় রয়েছেন কৃষকরা। বরং নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আবারও একদফা সুর চড়ালেন তারা। এদিকে কৃষকদের তরফে সরকারের পাঠানোর প্রস্তাব খারিজ করে দেওয়ার পর কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও অমিত শাহ বৈঠকে বসেন।

বুধবার সরকারের তরফে আন্দোলনরত কৃষকদেরজন্য একটি লিখিত প্রস্তাব পাঠিয়েছে সরকার যাতে, মূলত ন্যূনতম সহায়ক মূল্যের কথা বিশেষ ভাবে উল্লেখ ছিল। এছাড়াওসরকারের প্রস্তাবের কন্ত্রাক্ট ফার্মিং, মান্ডি ব্যবস্থায় কৃষকদের পরামর্শ দেওয়া এবং প্রাইভেট প্লেয়ারদের ওপর টেক্স বসানোর কথা বলা হয়েছিল। এছাড়াও সরকার কৃষকদের ষষ্ঠ দফায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলো ।

এদিকে আন্দোলনরত কৃষকদের পক্ষে, নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিরোধীরা আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। একটি মেমোরেন্ডামোও তারা দেন রাষ্ট্রপতিকে। তারা প্রশ্ন তুলেছেন বিজেপি সরকার আত্মনির্ভর ভারতের কথা বলছেন অথচ দেশের অন্নদাতাদের কথাই রাখছেন না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here