জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই: দাঁতন থানার ভুরঙ্গি গ্রামে আজ বৃহস্পতিবার ভোরে বাড়ির দেওয়াল পড়ে এক বাবা ও তার পাঁচ বছরের কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে দুজন। মৃত বাবা ও শিশু কন্যার নাম গৌতম দে (৩২) এবং মামনি দে (পাঁচ)।
পরিবার সূত্রে জানা গেছে, পরিবারে চার সদস্য গৌতম বাবু তার স্ত্রী ও দুই মেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে তিনটে নাগাদ আচমকাই তাদের মাটির বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। দেওয়াল ভেঙ্গে পড়ার শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে মাটি সরিয়ে ৪ জনকে উদ্ধার করে মোহনপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা গৌতম বাবু ও তার মেয়ে মামনিকে মৃত ঘোষণা করেন। পরিবারের অন্য দুই সদস্য আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ভুরঙ্গি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।