বাগনানে লকডাউন ভেঙে মদ্যপদের তান্ডব, প্রতিবাদ করায় বাবা ছেলে আক্রান্ত

আমাদের ভারত, হাওড়া, ৩০ মার্চ: লকডাউন ভেঙে বাড়ির সামনে একদল যুবকের মদ খেয়ে গালিগালাজ করার প্রতিবাদ করায় এক প্রৌঢ়কে ধারালো অস্ত্রের কোপ মারলো মদ্যপরা। এই ঘটনায় বাবাকে বাঁচাতে এসে মদ্যপদের হাতে বেধড়ক মার খেল ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানার দুর্গাদহ গ্রামে।জখম প্রৌঢ় লক্ষ্মী প্রধান ও তার ছেলে বাপন প্রধান হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, লকডাউন উপেক্ষা করে যুবকরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে। বাগনান থানা এলাকার বিভিন্ন প্রান্তে এই ঘটনা নতুন নয়। বিশেষত রাতের দিকে গ্রামের ভিতরে ক্লাব ও মাঠে চলছে মদের আড্ডা। রবিবার রাতে দুর্গাদহে একদল যুবক লক্ষ্মীবাবুর বাড়ির কাছের একটি বাগানে বসে মদ খাচ্ছিল ও গালিগালাজ করছিল। সেই সময়ে লক্ষ্মীবাবুর ছেলে বাপন এসে তাদের ওই এলাকা থেকে চলে যেতে বললে প্রথমে বচসা হয়। পরে চিৎকার শুনে লক্ষ্মীবাবু বেরিয়ে এলে তাঁর সঙ্গেও বচসা শুরু হয়।আচমকাই ওই যুবকরা ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে লক্ষ্মীবাবুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। বাবাকে বাঁচাতে এলে ছেলেকেও বেধড়ক মারধোর করে ওই মদ্যপরা।

লক্ষ্মীবাবুর পরিবারের লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে মদ্যপরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বাগনান হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা হয়।উল্লেখ্য, লকডাউনের পরেও বাগনান থানা এলাকার প্রায় সর্বত্রই চলছে উচ্ছৃঙ্খল বাইক বাহিনীর দাপাদাপি ও জটলা-এমনটাই অভিযোগ এলাকার মানুষর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here