
আমাদের ভারত, হাওড়া, ১৮ মার্চ: করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতেও ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। যদিও সতর্কতা মূলক ব্যাবস্থা হিসেবে বিদেশ থেকে আসা প্রতিটি মানুষকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেলে লন্ডন ফেরৎ উলুবেড়িয়ার বাসিন্দা বাবা ও ছেলেকে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করল প্রশাসন।
জানা গেছে, গত কয়েকদিন আগে উলুবেড়িয়ার বাসিন্দা ওই ব্যাক্তি ও তার ছেলে লন্ডনে বেড়াতে যান। গত চারদিন আগে তারা উলুবেড়িয়ায় ফিরে আসলেও কোনও রকম পরীক্ষা নিরীক্ষা না করেই বাড়িতে থেকে যায়। যদিও বুধবার বিকেলে বিষয়টি প্রশাসনের নজরে আসার পরেই বাবা ও ছেলেকে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং দুজনকে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে।
এই প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, বিষয়টি আমাদের নজরে আসার পরেই আমরা তাদের উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার সিদ্ধান্ত নি।