
আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুন: কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিক ছেলেকে খাবার পৌঁছে দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবার। দেরিতে পাওয়া খবরে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বেলদার অর্জুনিবাগানের ৫ নম্বর কাঁথি বেলদা রাজ্য সড়কে।
বেলদার উত্তরভানিয়া গ্রামের যুবক ভিন রাজ্য থেকে ফেরার পথ তাকে হরিবাড় গ্রামের একটি স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। তাকে প্রতিদিন বাড়ির খাবার পৌঁছে দিতেন বাবা নগেন্দ্র রানা(৬৩)। এদিনও খাবার নিয়ে সাইকেলে রাস্তা পার হওয়ার সময় একটি মারুতি ভ্যান তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় বেলদা গ্রামীণ হাসপাতাল নগেনবাবুকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ব্যক্তিদের সঙ্গে দেখা করা এবং খাবার পৌঁছে দেওয়া নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে।