
স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ মার্চ: ছেলের হাতে খুন বাবা। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ডিঘিরপার মানখাঁ এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানাগেছে, মৃত ওই ব্যক্তির নাম মসিরুদ্দিন (৬৫)। বাড়ি ইসলামপুর থানার ডিঘিরপার এলাকায়। অভিযুক্ত ছেলের নাম মুস্তাকিম। অভিযুক্ত ছেলের ভারসাম্যহীন বলে দাবি পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন সমিরুদ্দিন। এদিন সন্ধ্যায় ঘুমন্ত অবস্থায় তার গলার নলি কেটে খুন করে ভারসাম্যহীন ছেলে, বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।