আগরপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত বাবা, জখম মেয়ে

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ জানুয়ারি: মেয়েকে স্কুটি করে গৃহ শিক্ষকের কাছে পড়তে নিয়ে যাওয়ার সময় বুধবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবার, জখম হল মেয়ে। মৃতের নাম অসীম চক্রবর্তী (৫৬), জখম মেয়ে শ্বেতা চক্রবর্তী (২১)। দ্রুত গতিতে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে অসীমবাবুর স্কুটির মুখোমুখি সংঘর্ষ হলে স্কুটি নিয়ে পড়ে যান অসীমবাবু। এই ঘটনাটি ঘটে খড়দহ থানার অন্তর্গত বিটি রোডের আগরপাড়া তেতুঁলতলা মোড়ে।

পুলিশ ও স্থানীয়রা অসীম চক্রবর্তীকে নিয়ে যান কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অসীম চক্রবর্তীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জখম শ্বেতা চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় খড়দহ থানার পুলিশ অ্যাম্বুলেন্স চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, অ্যাম্বুলেন্সটি সোদপুর নাটাগড় এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিটি রোডে সিগন্যালিং ব্যবস্থা খারাপ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। খড়দহ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here