
আমাদের ভারত, ৭ মার্চ: রঙের উৎসবে মাতলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নিজেদের বাড়িতে আবির খেলায় মাতলেন তাঁরা। সঙ্গে ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে এবং অনেকে। শোভন চট্টোপাধ্যায়ের পরনে এদিন ছিল ধুতি-পাঞ্জাবি, চোখে রোদচশমা।
একটি বাংলা সংবাদ চ্যানেলে সন্ধ্যা ৭টায় এই ভিডিওর দর্শকসংখ্যা হয়েছে ৪ হাজার ২০০। পোস্ট করার ৩৭ মিনিটে লাইক, মন্তব্য এবং শেয়ার হয়েছে যথাক্রমে ৩৩৬, ৬৯ ও ১৯। দীপক কুমার পাল লিখেছেন, “সত্যি কি বিচিত্র এই দেশ, সত্য যুগে কৃষ্ণ যেমন অন্যের বউকে পটিয়ে আজকের দিনে দোল খেলেছিল ঠিক তেমনি এই কলি যুগে ওই রকম ঘটনার পুনরাবৃত্তি আমরা এই চ্যানেলের দৌলতে ঘরে বসে দেখতে পাবো এটা ভাবতে পারিনি।”
আসমান জামান লিখেছেন, “কী হারে টাকা কামিয়েছে সেটা উপলব্ধি করুন।“ উত্তম বর্মন লিখেছেন, “এক জেনারেশনের লজ্জা।“ নারায়ণ কামিল্যা লিখেছেন, “কাকা জিও ও লাভলি”। বিপ্লব পাল লিখেছেন, “গালি মনে পড়লো না কোনও।“ হীরাপদ যশ লিখেছেন, “খুব বেহায়া না হলে সবার সামনে কেউ এভাবে আসে না।” অরিজিৎ মিত্র লিখেছেন, “চোওওওওওওরররর।“ বাদশা খান লিখেছেন, “এদের কে কে নিয়েছে রাজনীতিতে?” দেবজ্যোতি মজুমদার লিখেছেন, “এই না হলে দিদির ভাই!”