বাড়ছে জ্বরের প্রকোপ, মালদায় গত ৭২ ঘণ্টার ৬ শিশুর মৃত্যু

আমাদের ভারতের, মালদা, ১৮ সেপ্টেম্বর: নতুন করে দুই শিশুর মৃত্যু। গত ৭২ ঘণ্টার মধ্যে মোট ৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই শিশু মৃত্যুর কারণ অনুসন্ধানের ক্ষেত্রে একটি মনিটরিং কমিটি গঠন করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে মেডিকেল কলেজে ভর্তি হওয়া ওইসব শিশুদের আগে থেকেই শারীরিক অবস্থা খারাপ ছিল বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। শেষ মুহূর্তে ওই সব শিশুদের মেডিকেল কলেজে ভর্তি করার পরেই তাদের বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, শনিবার এক শিশুর মৃত্যু হয়েছে, তার নাম নাজমা খাতুন, বয়স পাঁচ মাস, বাড়ি মালদার কালিয়াচকলে। শুক্রবার দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম আসমা খাতুন, বয়স নয় মাস এবং দেব মন্ডল, বয়স ছয় মাস। প্রথমজনের বাড়ি ঝাড়খন্ডের রাজমহলের পরান পুড়ে। অপর মৃত শিশুর বাড়ি ভূতনি থানা এলাকায়।

বৃহস্পতিবার জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট জনিত কারণে ওই দুই শিশুকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন পরিবারের লোকেরা। শুক্রবার সকালে ওই দুই শিশুর মৃত্যু হয়। শনিবার সকালে আরেকজনের মৃত্যু হয়।

এদিকে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে অস্থিরতার কোনও কারণ নেই বলে জানিয়েছে মেডিকেল কলেজে কর্তৃপক্ষ। শিশু বিভাগে অনেক শিশুরাই ভর্তি রয়েছে জ্বর, সর্দি, কাশি নিয়ে। তাদের সুষ্ঠুভাবে চিকিৎসা চলছে। তবে এদিন এই দুই শিশুর আগে থেকেই শারীরিক অবস্থা খারাপ ছিল। সংকটজনক অবস্থায় তাদের মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন পরিবারের লোকেরা।ইতিমধ্যে বিশেষ দল গঠন করা হয়েছে। জ্বর আক্রান্ত শিশুদের সোয়াব ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডঃ পুরঞ্জয় সাহা জানান, শিশুদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা ২৪ ঘন্টার জন্য মনিটরিং করছে।এদিনের এই ঘটনার অস্বাভাবিক কিছু নেই। আগে থেকেই ওই শিশুদের শারীরিক অবস্থা খারাপ ছিল। শেষ মুহূর্তে তাদের ভর্তি করায় পরিবারের লোকেরা। সবরকম চেষ্টা করেও ওই দুই শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *