একাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উলুবেড়িয়া

আমাদের ভারত, হাওড়া, ২ ফেব্রুয়ারি: রেললাইন থেকে একাদশ শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ার সুমদা গ্রামে। মৃত ছাত্রীর নাম সাথী সামন্ত। ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার বিকেলে এলাকায় দফায় দফায় পথ অবরোধ, অগ্নিসংযোগ ও বোমাবাজির অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। মৃত ছাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজাপুর থানার পুলিশ আমির আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

জানাগেছে, গত বৃহস্পতিবার সকালে সরস্বতী ঠাকুর দেখতে যাওয়ার নাম করে সাথী বাড়ি থেকে বের হয়। পরে বিকালে বাড়ি না ফিরলে চারিদিকে খোঁজাখুঁজি শুরু হলে জানতে পারা যায় সে আমীর আলীর সাথে বেরিয়েছিল। রাতে সাথী বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে রাজাপুর থানায় আমির আলীর নামে একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় পুলিশ আমির আলীকে গ্রেপ্তার করে। এদিকে বৃহস্পতিবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের বাগনান স্টেশনে কিছুটা দূরে রেললাইনের উপর থেকে এক অজ্ঞাত পরিচয় কিশোরীর মৃতদেহ উদ্ধার করে জিআরপি। পরে তারা মৃতদেহটি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে চারিদিকে খোঁজাখুঁজি করেও সাথীর খোঁজ না পেয়ে শেষে রবিবার সকালে উলুবেরিয়া মর্গে তার পরিবার সাথীর মৃতদেহ শনাক্ত করে।
অন্যদিকে সাথীর মৃত্যুর খবর গ্রামে পৌছতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা তারা কুলগাছিয়া তুলসীবেড়িয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ-বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ও বোমা ছোড়ার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পরে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা থাকায় র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *