মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে পিসি ভাইপোর মধ্যে লড়াই শুধু সময়ের অপেক্ষা, গোসাবায় বললেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, গোসাবা, ২৪ অক্টোবর: যতটা না পিসিকে দিল্লি পাঠানোর ইচ্ছে, তার থেকে বেশি ইচ্ছে নিজে এই রাজ্যের ক্ষমতায় বসা। রবিবার দক্ষিন ২৪ পরগনার গোসাবার বেলতলিতে দলীয় প্রার্থী পলাশ রানার সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিতে এসে এভাবেই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপিকে ভারত ছাড়া করা নিয়ে অভিষেকের মন্তব্যকেও পাল্টা কটাক্ষ করেন সুকান্ত। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে পিসি ভাইপোর মধ্যে লড়াই শুধু সময়ের অপেক্ষা।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একের পর এক কটাক্ষ করেন। তিনি বলেন, “গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে অনেক বদ মাল ঢুকেছিল। ক্ষমতার লোভে এসেছিল, বিজেপি ক্ষমতা পায়নি বলে আবার পালিয়ে গেছে। ভালো হয়েছে বদ মালেরা বিদায় হয়েছে। বিজেপি দূষণ মুক্ত হয়েছে।” এছাড়া, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল দলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। এদিন বেলতলি থেকে ফেরার পথে দলীয় কর্মী দেবু হালদারের কাঠ চেরাই মিলে যান বিজেপি নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার পর বিজেপি যুব মোর্চার এই নেতার কাঠ চেরাই মিলে হামলা চালিয়েছিল তৃণমূল। ব্যাপক ভাঙ্গচুর করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *