
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ অক্টোবর:
মঙ্গলবার দুদিনের জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি প্রশাসনিক সভা করবেন খড়্গপুরে। খড়্গপুর শহরের চৌরঙ্গী সংলগ্ন এলাকার বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সেই সভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন বলে সভাস্থল সংলগ্ন এলাকাতে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনও খামতি না রাখতে সোমবার বিকেলে হেলিপ্যাড সহ সভাস্থল ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। মঙ্গলবার খড়্গপুরের প্রশাসনিক সভা সেরে বিকেলের পর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে পৌঁছাবেন। পরের দিন বুধবার সেখানেও প্রশাসনিক সভা করার পর জেলাশাসকের দপ্তরে তার চত্বরে অবস্থিত সিধু কানু হলে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে।