
আমাদের ভারত, হাওড়া, ১২ মার্চ: শিল্পের বিকাশ নিয়ে নবান্নতে বিনিয়োগকারীদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আশি হাজার কোটি টাকার বিনিয়োগ ও কয়েক লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে।সেই প্রচেষ্টা এগিয়ে নিয়ে যেতে আজ হাওড়া শরৎ সদনে সিনার্জি অনুষ্ঠিত হল।উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এখানে বিনিয়োগকারীদের হাতে চেক তুলে দেওয়া হয়।
অর্থমন্ত্রী জানান, রাজ্যের মধ্যে শুধু হাওড়া জেলাতেই ৪০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আউটপুট রয়েছে। ২৭ হাজার ক্ষুদ্র শিল্প রয়েছে। তিন লক্ষ কর্ম সংস্থানের মধ্যে এক লক্ষ সরাসরি কর্মসংস্থান হবে।মন্ত্রীর দাবি, ভারতে প্রথম সবচেয়ে বড় হোসিয়ারী পার্ক তৈরি হচ্ছে হাওড়ায়। ফাউন্দ্রি পার্ক হয়েছে। এছাড়া মাল্টি ন্যাশনাল কোম্পানিরাও বিনিয়োগ করছে। ফলে এই জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল।হোসিয়ারী পার্কের দায়িত্বে থাকা প্রদীপ অরোরা জানান, খুব শীঘ্রই এখন থেকে বছরে ৫ হাজার কোটি টাকার ব্যবসা হবে। পরে তা আরও বাড়বে।