অমিত শাহকে গব্বর সিং বলে কটাক্ষ করলেন ফিরাদ হাকিম

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩ ডিসেম্বর: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গব্বর সিং বলে ব্যক্তিগত আক্রমন করলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ দেশের মানুষের নিরাপত্তা দেওয়া। কিন্তুু স্বরাষ্ট্রমন্ত্রী সেইকাজ করছেন না বলে মনে করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, অমিত শাহ বিরোধীদের শেষ করতে চাইছেন। তাই গোয়েন্দা এজেন্সিগুলিকে বিরোধীদের প্রতি লেলিয়ে দিচ্ছে। অথচ দেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে অমিত শাহর কোনও ভাবনা নেই। তিনি গব্বর সিংয়ের মত হুঙ্কার দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন।

পুরমন্ত্রী বলেন, একেরপর এক ব্যাঙ্ক জালিয়াতি হচ্ছে। অথচ কেন্দ্রীয় সরকার পুরোপুরি চুপ। এনআরসির নামে সাধারন মানুষকে বিভ্রান্ত করছে দিল্লি। অাধার লিঙ্কের সিদ্ধান্ত নিয়েও একটা সময় বিজেপি বিরোধীতা করেছিল। কিন্তুু এখন বিজেপি অাধার লিঙ্ক করাচ্ছে। আর দেশের মানুষের সমস্ত তথ্য বিদেশের হাতে চলে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেশ দিয়ে তিনি বলেন, আপনারা ব্যাঙ্ক জালিযাতি ঠেকান। তাহলেই সাধারন মানুষের টাকা বাঁচবে বলে জানান ফিরাদ হাকিম।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here