
সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: আচমকাই দুপুরে আগুন আতঙ্ক বিসি রায় শিশু হাসপাতালে। আগুনের জেরে হাসপাতালের এনআইসিইউ অর্থাৎ নবজাতকদের ওয়ার্ড দ্রুত ফাঁকা করে দিলেন কর্তৃপক্ষ। সরিয়ে ফেলা হয় ১৯টি সংকটজনক শিশুকে। যদিও দমকল দ্রুত ব্যবস্থা নেয় আগুন খুব একটা বড় আকার নেয়নি।
দমকল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বিসি রায় হাসপাতালে সদ্যোজাত শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ নিকুতে (NICU) সি-প্যাপ মেশিন থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বের হতে দেখা যায়। ওই ওয়ার্ডটি সম্পূর্ণ ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। দ্রুত নিকুর ১৯টি শিশুকে পাশের ওয়ার্ডে সরিয়ে ফেলা হয়।
এরপরেই অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। নিকুর ভেতর থেকে সমস্ত ধোঁয়া বের করে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে বিকেলের পর শিশুদের ফের নিকুর ভিতর নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শর্ট সার্কিট থেকেই একটি সি-প্যাপ মেশিনে এই ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।