
সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: সাত সকালে অফিসের ব্যস্ততম সময়ে আগুন লাগল ট্রেনে। আতঙ্কে শিয়ালদহ দক্ষিণ শাখার শিয়ালদহ-সোনারপুর লোকালের যাত্রীরা। সূত্রের খবর, এ দিন সকালে পার্ক সার্কাস স্টেশনে ঢোকার মুখে ট্রেনের প্রথম কামরা থেকে গলগল করে ধোঁয়া বেরতে শুরু করে। আতঙ্কিত যাত্রীরা স্টেশন আসতেই নেমে পড়েন। ২২ মিনিট ব্যহত হয় ট্রেন চলাচল।
এমনিতেই বিভিন্ন সমস্যার কারণে সকালের দিকে ট্রেনে থাকে উপচে পড়া ভিড়। ট্রেনটি পার্ক সাকার্স স্টেশন পৌঁছনোর পর প্রথম কামরা থেকে হঠাৎ ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। আতঙ্কিত হয়ে অনেকেই সেই সময় ট্রেন থেকে নেমে পড়েন। প্রায় ২২ মিনিটে সেখানে দাঁড়িয়ে থাকে সোনারপুর লোকালটি। এরপর ওই অবস্থাতেই বালিগঞ্জ স্টেশন পর্যন্ত ট্রেনটিকে নিয়ে গিয়ে অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সেখানেই ৪ নম্বর প্ল্যাটফর্মে রাখা হয়েছে ওই ট্রেনটিকে।
এদিকে, ঠিক কীভাবে প্রথম কামরা আগুন লাগল, কেউই বা এত বেশি পরিমাণে ধোঁয়া বেরতে থাকে, সেই কারণ এখনও স্পষ্ট নয়। খবর দেওয়া হয় পূর্ব রেল কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, বালিগঞ্জেই রেলকর্মীরা ট্রেনটিকে পরীক্ষা করবেন। প্রয়োজনে মেরামতিও করা হবে। তবে তাঁদের প্রাথমিক ধারণা, ব্রেক বাইন্ডিংয়ের সমস্যায় জন্যই হয়তো এ ঘটনা ঘটেছে। আগুন লাগার অন্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।