কামারহাটি জুট মিলের পাট ঘরে আগুন

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১১ জুন :
ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার রাতে কামারহাটি জুট মিলের ব্যাচিং ডিপার্টমেন্টের পাট ঘরে আগুন লাগে। পাট ঘরে একটি তেলের ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কারের মটর থেকে আগুন লাগে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান। আগুন লাগার সাথে সাথে দমকলকে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রনে আনার জন্য কামারহাটি, বরানগর, পানিহাটি থেকে দমকলের তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। সেই সঙ্গে বেলঘড়িয়া থানার বিরাট পুলিশ বাহিনী ছুটে আসে।

বৃহস্পতিবার বি শিফটে কাজ চলছিল আর নাইট শিফট এর শ্রমিকরা আসছিলেন, ঠিক সেই সময় আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিজেরাই জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। ওই ডিপার্টমেন্টে কাঁচা মাল হিসেবে প্রচুর পাট মজুত ছিলো তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরের কর্মরত শ্রমিকদের নিরাপদে বের করে আনা হয়।

এই কারখানায় ৩ হাজার শ্রমিক কাজ করলেও লক ডাউনে ৪০% শ্রমিক নিয়ে কাজ করার কারনে এই ডিপার্টমেন্টে প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করছিলেন। শুক্রবার ও শনিবার এই মিলের উৎপাদন বন্ধ রাখা হবে। সারা রাতের প্রচেষ্টায় শুক্রবার ভোরে মিলের আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন নিয়ন্ত্রনে আসলেও এখনো মিলের ক্ষয়ক্ষতি পরিমাণ সঠিক ভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *