
আমাদের ভারত, পূর্ব মেদনীপুর, ২ জুন: নিমতৌড়ী উন্নয়ন সমিতির হোমের ক্যাম্পাস আমফানের পর প্রশাসনের সহায়তায় স্যানিটাইজ করল দমকল। নিমতৌড়ী হোমে এখন শারিরীক, মানসিক সেরিব্রাল পালসি মিলিয়ে প্রায় ১০০ জন থাকে। তাদের প্রত্যেকের শারিরীক রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত কম। হোমের প্রায় ৪০ জন মহিলা আবাসিক থেকে এই সব মেয়েদের কোভিড-১৯ বিশ্ব মহামারি থেকে আগলে রেখেছেন। স্বাস্থ্য বিধি মেনে ঘন্টা বাজিয়ে দিনে ৬ বার সাবান দিয়ে হাত ধোওয়া, দুরত্ব বজায় রাখার সাথে সাথে সুবিশাল হোম ও স্কুল ক্যাম্পাস আজ স্যানিটাইজ করা হল।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশে জেলা দমকলের সহায়তায় এই স্যানিটাইজেশন করা হল। হোমের সম্পাদক যোগেশ সামন্ত জানান, হোম ও বিদ্যালয় পরিচালন কর্তৃপক্ষ আমফান ঝড়ের পর ২৬শে মে মিটিং ঠিক করেছিল আমফান ঝড়ে হোমের ও বিদ্যালয় ক্যাম্পাস ক্ষয়ক্ষতি হয়েছে। আপদকালীন ভাবে কিছু জায়গা সারানো দরকার ছিল। তাই সেগুলো জেলা প্রশাসনকে জানিয়ে বাইরের থেকে দক্ষ লোকজন হোমে ঢোকাতে হয়েছিল। সেজন্য জরুরি ভাবে স্যানিটাইজ করার জন্য আজ প্রশাসনের নির্দেশে জেলা দমকল স্যানিটাইজ করল।